ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গুলশানের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, সেপ্টেম্বর ৭, ২০২৪
গুলশানের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ১০

ঢাকা: এক্সিম ব্যাংকের গুলশান-২ এলাকার একটি শাখায় ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে গুলশানের ফাইন্যান্স স্কয়ার ভবনে বেশ কয়েকজন ডাকাত প্রবেশ করেছে খবরে সেটি ঘিরে ফেলে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গুলশান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১টার দিকে কিছু দুষ্কৃতকারী দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে ঢুকে পড়ে। তারা মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ফেলে। স্থানীয় বিষয়টি টের পেয়ে ওই ভবর ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। এ অবস্থায় দুষ্কৃতকারীদের কয়েকজন পালিয়ে যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় এসেছেন, তারা মামলা করবেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ১০ জনকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।