ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান আসিফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, আগস্ট ১২, ২০২৪
আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান আসিফের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ফাইল ফটো)

ঢাকা: কোটা আন্দোলন ঘিরে হামলাকারীদের নামে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট দিয়ে তিনি ভুক্তভোগীদের এই আহ্বান জানান।

 

ফেসবুকে তিনি লেখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই।

আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।