ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাউখালীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মে ৫, ২০২৪
কাউখালীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত ৪

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় বজ্রপাতে আর্ষা চাকমা (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।

রোববার (৫ মে) সকালে উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল থেকে রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আর্ষা চাকমা নিজ ঘরে প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে একই পরিবারের আরও চারজন আহত হন।  

আর্ষা চাকমা বর্মাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ০২ মে বজ্রপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই নারী এবং রাঙামাটি শহরে এক যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।