ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. সুলতান (২৩) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আশুগঞ্জ যাওয়ার পথে সরাইলের ধরন্তী এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মো. সুলতান নিহত হন। বাকিরা আহত হন। অটোরিকশার যাত্রীরা আশুগঞ্জের একটি হোটেলে কাজে যোগ দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।