ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈশাখের উৎসবে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
বৈশাখের উৎসবে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বৈশাখের উৎসবে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

পুরোনো দিনের সব গ্লাানি ভুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারাবদ্ধ হই। মেলা-পার্বণ আমাদের এ অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি।  

রোববার (১৪ এপ্রিল) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করেন । আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুসঙ্গ। বাংলা নববর্ষ সারা বিশ্বে বাঙালিরা উদযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান তামান্না, ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ফাজায়েল আল নাজিব।

সকালে মনোহরদী উপজেলা পরিষদ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিন দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলার শুভ উদ্ধোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।