ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে পিকআপভ্যানে ডিজে পার্টি, চালককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
জয়পুরহাটে পিকআপভ্যানে ডিজে পার্টি, চালককে জরিমানা

জয়পুরহাট: ঈদ উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ডিজে পার্টির আদলে ট্রাকে করে গান বাজিয়ে ছুটে চলা বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।

ঈদের পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) রাতে এ অভিযান চালিয়ে দুইটি পিকআপভ্যানের ড্রাইভারকে চার হাজার  টাকা জরিমানা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান, ট্রাফিক আইন না মানায় জেলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ঈদের সময় ডিজে পার্টির আদলে পিকআপভ্যানে করে গান বাজিয়ে ছুটে চলা রোধ করতে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযানে নামে। এ সময় দুইটি পিকআপের ড্রাইভারকে মামলা দায়েরসহ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।