ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউনিয়ন পরিষদে বসেছিল জুয়ার আসর, গ্রেপ্তার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ইউনিয়ন পরিষদে বসেছিল জুয়ার আসর, গ্রেপ্তার ১৪

জামালপুর: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতরে চলছিল জুয়ার আসর। এসময় জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করে।

 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে তাদের হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার চিনাডুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য রজব আলী অকন্দের ছেলে মো. জহরুল ইসলাম (৫২ঞ। এছাড়া বাকিরা হলেন - সেকেন্দার আকন্দের ছেলে মো: খোকন উরুফে ভুট্টো আকন্দ (৪২), খাজার মিয়ার ছেলে আমীর হোসেন (৩৫), মোফাজ্জল হোসেনের ছেলে মো: হাফিজুর রহমান (৪৩), তারু মিস্ত্রীর ছেলে মো: মনু শেখ (৫১), খাজা মিয়ার ছেলে মো: আনোয়ার আকন্দ (৩৫), ইনতাজ আলীর ছেলে মো: বাবু শেখ (৩৫), মকবুল হোসেনের ছেলে মো: আলমাস মিয়া (৩৬), শ্রী জিতেন দাশরে ছেলে শ্রী জীবন দাশ (৩৪), ফকির আলীর ছেলে মো: জালাল আকন্দ (৪০), বাদশা আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮), আব্দুল সবুর আকন্দের ছেলে হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০), খশরু আকন্দের ছেলে সুমন আকন্দ (২২) ও সাইদুর রহমানের ছেলে মো: শামীমুল বাশার (৫২)। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আমরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করি। পরে আসামিদের দুপুরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।