ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় ২ গোয়াল ঘরে আগুন, ৩ গরুসহ কৃষক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, ডিসেম্বর ১৬, ২০২৩
শৈলকুপায় ২ গোয়াল ঘরে আগুন, ৩ গরুসহ কৃষক দগ্ধ ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে দুই কৃষকের গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিনটি গরুসহ একজন কৃষক।

দগ্ধ তিনটি গরুর মধ্যে মারা গেছে একটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বিপুল হোসেন জানান, শনিবার রাতে কৃষক কুদ্দুস শেখের গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তার ভাই নিউটন শেখের গোয়ালেও ছড়িয়ে পড়ে আগুন। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগেই পুড়ে মারা যায় কৃষক কুদ্দুস শেখের একটি গরু। পুড়ে দগ্ধ হয় আরও দুইটি গরু।  

আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন কৃষক কুদ্দুসও। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে ওই দুই কৃষকের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।