ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে এসপি কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
ফরিদপুরে এসপি কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুর: পুলিশের পৃষ্ঠপোষকতায় ফরিদপুরে শুরু হয়েছে এসপি কাপ আন্ত:জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৩।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

 

জেলা পুলিশের আয়োজনে ও পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন মিয়া, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ টুর্নামেন্টে মোট ১০ দল অংশগ্রহণ করেছেন। প্রথমদিনের খেলায় ভাঙ্গা থানা জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।