ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শেরেবাংলা নগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, অক্টোবর ২৩, ২০২৫
শেরেবাংলা নগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩

রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার এলাকায় মাইন উদ্দিন মনু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে আগারগাঁও বিএনপি বাজারের পাশে রাজ্জাকের বাড়ির সামনে মাইন উদ্দিন মনুকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে মনুর কিছু বন্ধু জড়িত থাকতে পারে বলে পরিবার থেকে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত মনু ঝালকাঠি জেলার বাসিন্দা। তিনি রাজধানীর আগারগাঁও জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন এবং অবিবাহিত ছিলেন। জীবিকার জন্য টুকটাক কাজ করতেন বলেও জানান ওসি।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত হয়েছে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।