ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭০ লাখ টাকার চেক পেল পটুয়াখালীর ৮০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭০ লাখ টাকার চেক পেল পটুয়াখালীর ৮০ পরিবার

পটুয়াখালী: পটুয়াখালীতে অসচ্ছল ও অসুস্থ ৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রায় ৭০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে পটুয়াখালী পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কের সিটি সেন্টার মিলনায়তনে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুঁইয়া)।

এসময় আলী আশরাফ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আবার প্রধানমন্ত্রী হতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।