ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

যানজট এড়াতে ট্রাফিকের সঙ্গে সতর্ক বিএনপি নেতা-কর্মীরাও

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, মে ৬, ২০২৫
যানজট এড়াতে ট্রাফিকের সঙ্গে সতর্ক বিএনপি নেতা-কর্মীরাও বিমানবন্দর সড়কের চিত্র

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে লাখো নেতা-কর্মীর উপস্থিতি সত্ত্বেও সকাল থেকে যানচলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। অবশ্য বিমানবন্দর সড়কে যানবাহনের কিছুটা চাপ রয়েছে।

লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।

সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, গুলশান, মহাখালীসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। তবে যান চলাচল অনেকটাই স্বাভাবিক।

ডিএমপি সূত্র জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত খালেদা জিয়ার যাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় ছিল বাড়তি প্রস্তুতি।  

যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য আগে থেকেই ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও কর্মীদের নির্দেশনা দেওয়া হয় যেন তারা নির্ধারিত স্থানে অবস্থান করেন এবং সড়কে জনসাধারণের চলাচলে কোনো অসুবিধা না হয়।

খিলগাঁও থানা বিএনপির নেতা হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, সড়কে যানবাহন চলাচলে কোনো ব্যাঘাত যেন সৃষ্টি না হয়, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত যেন না ঘটে, সেদিকে দলের নেতাকর্মীরা নজর রাখছেন।

দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের গুলশান বিভাগের ডিসি মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, এ কারণে আগে থেকেই কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব নির্দেশনা মানুষ গ্রহণ করেছে। এটিই আমাদের কাছে পজিটিভ।  

ট্রাফিকের উত্তরা বিভাগের ডিসি আনোয়ার সাঈদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর ধীরগতিতে যাচ্ছে। এই কারণে বিমানবন্দর-উত্তরা সড়কে একটু যানজট দেখা দিয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাড়ির চাপ থাকার কারণে টোল প্লাজায় সময় নিচ্ছে, সেখানে যানজট দেখা দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত যাত্রা সুগম করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।