ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে রাস্তায় পড়ে ছিলেন অজ্ঞাতনামা নারী, হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, নভেম্বর ১, ২০২৩
রাজধানীতে রাস্তায় পড়ে ছিলেন অজ্ঞাতনামা নারী, হাসপাতালে মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় ফুটপাতে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাছ আলী জানান, ধানমন্ডি ১৪ নম্বর রোডে বাংলাদেশ মেডিকেলের পাশে ফুটপাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ