ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, সেপ্টেম্বর ২৭, ২০২৩
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল: ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় বরিশালের গৌরনদীর ছাত্রদল নেতা কাইফি সিকদার মিমিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে কাইফকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা।

এ সময় কাইফি সিকদারের ব্যবহৃত মোবাইলফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার কাইফি সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের আবুল সিকদারের ছেলে।

এর আগে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগ আনেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া।  

তিনি বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর কুশল বিনিময়ের ছবি ব্যবহার করে গত ১২ সেপ্টেম্বর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন কাইফি সিকদার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার প্রধান আসামি কাইফি আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে আসামিকে গ্রেপ্তার করা হয়।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।