ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে নালায় মিলল যুবকের গলাকাটা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, সেপ্টেম্বর ২, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে নালায় মিলল যুবকের গলাকাটা মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানি চলাচলের নালা থেকে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেছেন।

 

এর আগে সকালে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী একটি নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিহত মুহাম্মদ মুজিব উল্লাহ (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

ওসি মুহাম্মদ আলী বলেন, ‘শনিবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝখানে যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা ক্যাম্পে দায়িত্বরত মাঝিদের জানালে মাঝিরা এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ’ 

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।