ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাথর ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জুন ১৯, ২০২৩
পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাথর ব্যবসায়ীর মৃত্যু ফাইল ফটো

পঞ্চগড়: পঞ্চগড়ে শখের বসে বৃষ্টিতে ভিজে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পাথর ব্যবসায়ী।

সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপা) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বজ্রপাতে নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে স্থানীয়রা জানায়, রোববার (১৮ জুন) গভীর রাত থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে যান ইউসুফ আলী। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে নদীর পাড়ে পড়ে যান তিনি। এরপর আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে দেখালে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ