ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
নন্দীগ্রামে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক 

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ছাবেদ আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক ছাবেদ কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমড়পুর এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যেরে ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে রণবাঘা এলাকা থেকে ছাবেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোবাইলফোন, একটি সিম ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাবেদ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ