ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতের খাল খনন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ভারতের খাল খনন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ  

ঢাকা: তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় ভারতের আরও দুটি খাল খননের বিষয়ে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

সেহেলী সাবরীন জানান, ভারতের উদ্যোগে তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, খাল খননের বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের আলোচনা চলছে। এটা নিয়ে তাদের (ভারতের) সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা রোহিঙ্গাদের দ্রুত ভেরিফিকেশনের জন্য মিয়ানমারকে তাগাদা দিয়ে আসছি। সম্প্রতি মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরও করেছে। ভেরিফিকেশনের জন্য ৪৫০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান সেহেলী সাবরীন।  

আরও পড়ুন
‘তিস্তা পাড়ে দুটি খাল খননের বিষয়ে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ’
তিস্তা পাড়ে আরও দুই খাল খনন, পানি সংকট বাড়বে বাংলাদেশে

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।