ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।

শনিবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়েছে।  

এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২০ জন ও বার্ন ইনস্টিটিউট ৩ জনসহ মোট ২৩ জনের মৃত্যু হলো।  

নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের মামা বাবুল আক্তার আরও জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন, তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

>>আরও পড়ুন: সিদ্দিকবাজারে দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।