ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সেই ভবন ভাঙা হবে নাকি সংস্কার, দ্রুতই সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সেই ভবন ভাঙা হবে নাকি সংস্কার, দ্রুতই সিদ্ধান্ত

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেট ভবন ভাঙা হবে নাকি সংস্কার, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদন্ত কমিটি সদস্য মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

মেজর শামসুদ্দিন বলেন, ভবনের বেজমেন্ট, নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে কী করা হবে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে এটাকে স্থিতিশীল (স্টেবল) করতে হবে। স্থিতিশীল করে সংস্কার করলে ভবনটি নিরাপদ হবে নাকি ঝুঁকি থাকবে বোঝা যাবে।

রাজউক’র তদন্ত কমিটির এ সদস্য বলেন, ভবনের ২৪ কলামের মধ্যে নয়টি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জানাতে পারবো।

এর আগে কুইন্স স্যানিটারি মার্কেট ভবনের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা তন্ময় দাশ বলেন, অনেক পুরনো এই ভবনের নথি ম্যানুয়ালভাবে রাখা। বুধবার (৮ মার্চ) শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে। কয়তলার অনুমতি ছিল সেটা নথি দেখলে জানা যাবে।

দুর্ঘটনার ৩ দিন পার হলেও কেন নথি পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে তন্ময় বলেন, ২০১৯ সালের মে মাস থেকে রাজউকে নতুন নকশাগুলো ডিজিটালাইজড করা হয়েছে। আগের নথিগুলোরও সফটকপি তৈরি করা হচ্ছে।  

বিস্ফোরণের পর সাততলা ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। এ সম্পর্কে তন্ময় দাশ বলেন, রাজউকের কমিটি বুধবার রাত ১০টা পর্যন্ত পরিদর্শন করেছে। আজ (বৃহস্পতিবার, ৯ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। ভবনটি মেরামত বা সংস্কার করা যাবে নাকি অপসারণ করতে হবে তা কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে।

এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে শহরের যত ভবনের বেজমেন্টে রেস্টুরেন্ট ও মার্কেট আছে, সেগুলোর তালিকা করা হবে বলেও রাজউকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার এ সদস্য জানান। তিনি বলেন, রাজউকের আটটি জোনের ২৪টি সাব-জোনে সরেজমিনে পরিদর্শন করে তালিকা করা হবে। মার্কেট ও রেস্টুরেন্টে ভেন্টিলেশন রয়েছে কিনা, অনুমোদন আছে কিনা- যাচাই করা হবে।

এর আগে রাজউক জানিয়েছিল সিদ্দিক বাজারের ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ৪৫ বছরের পুরনো।

গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয় কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত ভবনটি। মারা গেছেন ২০ জন, আহত শতাধিক। ঘটনার পর উদ্ধার সংশ্লিষ্টরা জানান, পিলারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও তারা কার্যক্রম জারি রেখেছিলেন। নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।