ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মার্চ ৪, ২০২৩
রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় চাঁন্দের গাড়ির ধাক্কায় মো. আরিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আরিফ তার মোটরসাইকেলে একজন আরোহী নিয়ে কাকড়াছড়ি এলাকা থেকে যাচ্ছিলেন। এসময় পথে বিপরীত দিক থেকে আসা একটি চাঁন্দের গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান আরিফ। স্থানীয়রা তার সঙ্গে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁন্দের গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।