ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর থেকে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হক ওরফে কুট্টিকে (৪৮) গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।  

সোমবার (২৭ ফেব্রয়ারি) সকালে উপজেলার বাজিতপুর এলাকার শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে রাজৈর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুট্রি উপজেলার বাজিতপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে।  

পুলিশ জানায়, ঢাকার ধানমন্ডি থানার এক ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা হয় এমদাদুল হক কুট্টির। পরে তিনি পলাতক ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাফিয়া শরীফ বাজার থেকে এমদাদুল হক কুট্টিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।