ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মুজিবনগরে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে মুজিবনগর থানার এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে পারভীনা খাতুনকে গ্রেফতার করেন।

গ্রেফতার পারভীনা খাতুন মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের দাশপাড়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পারভীনা খাতুনের বিরুদ্ধে ১৮৮১ সালের আইনে ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গ্রেফতার পারভীনা খাতুনকে রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি মেহেদী রাসেল।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad