ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জানুয়ারি ১৩, ২০২৩
মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া থেকে জেমি (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ হয়েছেন।  

গত বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দিপাড়াস্থ বাসা থেকে সবার অজান্তে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ।

 

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে তার মা মর্জিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং ৫৫৬। মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর পরনে ছিল কালো সালোয়ার কামিজ ও লাল রংয়ের সোয়েটার (জাম্পার)। গায়ের রং শ্যামলা। ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা এবং ৭০ কেজি ওজন হবে।  

এ বিষয়ে মানবিক বিবেচনায় ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন জেমির মা মর্জিনা বেগম।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।