ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ধানমন্ডিতে ১০ অপরাধী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ৫, ২০২৫
ধানমন্ডিতে ১০ অপরাধী গ্রেপ্তার ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

শনিবার (৪ অক্টোবর) ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থান থেকে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০)  মোঃ আলী আকবর (৪২)  মো. শফিকুর রহমান (৩০)  সজিব সরদার (১৯)  রাজিব তালুকদার (১৯) নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯) মো. জিহাদ (১৯) মো. কাউছার (২৮)  চাঁন মিয়া (২৫) ও  মো. ওয়াসিম (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।  

জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।