ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ফরিদপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকবিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ হাসান মীর (৩৩) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক হাসান মীর ওই উপজেলার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে।

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, আটক হাসান মীর পেশাদার মাদকবিক্রেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুঁচরা বিক্রি করতেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে তার নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন। মাদকবিক্রেতাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।