ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

রমজানে রেডিসনের বিশেষ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, মে ১৯, ২০১৮
রমজানে রেডিসনের বিশেষ আয়োজন রেডিসনের বিশেষ আয়োজন

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন রমজানের প্রথমদিন থেকে মাস জুড়ে এরাবিয়ান খাবারের সমাহার নিয়ে পালন করবে 'আরোমা অফ এরাবিয়া'। 

ওয়াটার গার্ডেন ব্র্যাসারি রমজান জুড়ে আরবের রন্ধনশিল্পের অনুপ্রেরণায় নিয়ে আসছে বিশেষ সব খাবারের আয়োজন। তাদের খাবারের তালিকায় থাকছে আরবের নানা ঐতিহ্যবাহী খাবারের সম্ভার, যার মধ্যে রয়েছে উটের মাংসের বিভিন্ন পদ।

 

রেস্টুরেন্টটিতে রমজান মাসজুড়ে অতিথিরা উপভোগ করতে পারবেন বুফে ইফতার ও রাতের খাবারের পাশাপাশি ভোররাতের সেহরি।  

হোটেলটির সুইমিং পুলের পাশের বাগানে গাজিবো সাজানো হয়েছে রমজানের বিশেষ সাজে ও রঙে। এই মনোরম পরিবেশে ব্যক্তিগত টেন্টের ভিতরে অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষ ইফতার ও বুফে ডিনার।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।