ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

আইসিএম পদক ২০১৬

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, জানুয়ারি ১৪, ২০১৬
আইসিএম পদক ২০১৬

জনসংযোগে বিশেষ অবদান রাখায় ‘আইসিএম পদক ২০১৬’ পেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান।

রংপুরের মনোহর আইসিএম কৃষক ক্লাব-এর উদ্যোগে তাকে এই পদক দেওয়া হয় ।



৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রংপুরের মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আইসিএম পদক ২০১৬ প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই পদক তুলে দেন।

অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবুল কাশেম, মনোহর আইসিএম কৃষক ক্লাবের সভাপতি তুহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।