ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

সঠিক যত্নে চুল হবে স্বাস্থ্যকর, স্টাইলে আসবে নতুন মাত্রা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, সেপ্টেম্বর ২, ২০২৫
সঠিক যত্নে চুল হবে স্বাস্থ্যকর, স্টাইলে আসবে নতুন মাত্রা

চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, ব্যক্তিত্ব প্রকাশেরও অন্যতম মাধ্যম। তাই সুস্থ ও আকর্ষণীয় চুলের জন্য সঠিক যত্ন এবং সময়োপযোগী স্টাইল দুটোই জরুরি।

চুলের যত্ন
চুলের যত্নে প্রথমেই প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্নতা। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার হালকা শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে চুল ময়লা-মুক্ত ও কোমল থাকে। তবে রাসায়নিকযুক্ত শক্তিশালী শ্যাম্পু এড়িয়ে চলাই ভালো।

চুলে নিয়মিত তেল মালিশ করা উচিত। নারকেল, আমন্ড বা অলিভ অয়েল চুলের গোড়াকে শক্ত করে এবং চুল ঝরে পড়া কমায়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও ভিটামিন-সমৃদ্ধ খাবার গ্রহণও স্বাস্থ্যকর চুলের জন্য অপরিহার্য।

চুলের স্টাইল
সময় ও পরিবেশ অনুযায়ী চুলের স্টাইল বদলে ফেলা যায়। অফিস বা পড়াশোনার সময় সাদামাটা পনিটেল বা খোঁপা আরামদায়ক। পার্টি বা বিশেষ অনুষ্ঠানে চুলে হালকা কার্ল, ওয়েভি স্টাইল কিংবা স্ট্রেইট হেয়ার লুক মানিয়ে যায়।

পুরুষদের জন্যও এখন চুলের স্টাইল বৈচিত্র্যময় আন্ডার কাট, ফেড, টেক্সচার্ড ক্রপ থেকে শুরু করে লম্বা চুলের সাইড পার্ট, সবই জনপ্রিয়। তবে চুলের ঘনত্ব ও মুখের আকৃতি অনুযায়ী স্টাইল বেছে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যত্ন ও স্টাইলের ভারসাম্য
শুধু স্টাইল করলেই হবে না, অতিরিক্ত হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কালার ব্যবহার চুলকে দুর্বল করে দিতে পারে। তাই স্টাইল করার পাশাপাশি চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।