ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

বিসর্গ ফ্যাশনে বর্ষা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জুন ২৬, ২০১৪
বিসর্গ  ফ্যাশনে বর্ষা

বর্ষা বাংলাদেশ অন্যতম ঋতু। আর এ ঋতুতে প্রকৃতি সাজে বর্ণিল রং আর রূপে।



এই বিষয়টি মাথায় রেখে বিসর্গ  ফ্যাশন রুচিশীল ক্রেতাদের জন্য  বাজারে এনেছে অত্যন্ত নান্দনিক ডিজাইনের নানা ধরনের শাড়ি।  

প্রতিটি শাড়ি  রয়েছে ক্রেতাদের ক্রয় সীমার মধ্যে । ছেলেদের জন্য  থাকছে নতুন নতুন  ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি।

জলপাই, সবুজ, নীল, আকাশী, হলুদ, বেগুনী ও সাদা রং-এর মিশ্রণে এমব্রডারি জলছাপের ডিজাইন প্রাধান্য পেয়েছে পোশাকগুলোতে।

এখানে আরও পাচ্ছেন-টপস, থ্রিপিস,  ফতুয়া ও গহনা। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।

যোগাযোগ: ৭২-৭৩ আজিজ সুপার মার্কেট (তয় তলা), ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।