ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, সেপ্টেম্বর ৩, ২০২০
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ...

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দু’জনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিকান্দার জুলকার নাইম এ রায় দেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত দু’জনকেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দম্পতি হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের কালু মিয়া ও স্ত্রী রানী বেগম।  

টাঙ্গাইল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, দণ্ডিত দম্পতিকে ২০১০ সালের অক্টোবর মাসে ৬ লিটার ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ওই দম্পতির অপরাদ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।