ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

বিসিবি নির্বাচনে ১৫ ক্লাব ও সভাপতির চিঠি নিয়ে যে আদেশ দিলেন সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, অক্টোবর ৫, ২০২৫
বিসিবি নির্বাচনে ১৫ ক্লাব ও সভাপতির চিঠি নিয়ে যে আদেশ দিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ফাই ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
 
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আগামী ৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।  
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।  
 
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচ‌নে অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর করা নিয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
 
১৫ ক্লাব
গত ২৬ সেপ্টেম্বর বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। তবে বিতর্কিত এসব ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট করেন। ওই রিটের শুনানি শেষে প্রাথমিক শুনানি শেষে ৩০ সেপ্টম্বর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।
 
১৫টি ক্লাব হচ্ছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মাহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া আবেদন করেন। এরপর রোববার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
 
আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশ চেম্বার বিচারপতি স্থগিত করেছেন। এ আদেশের ফলে ১৫টি ক্লাব কাউন্সিলর হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত থাকবে। আর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন, তাই আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যেন নির্বাচনের পরবর্তী কার্যক্রম স্থগিত করে।
 
বিসিবি সভাপতির চিঠি 
গত ২২ সেপ্টেম্বর জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আগের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠি কয়েকজন কাউন্সিলরের করা রিটে বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একইসঙ্গে ক্রীড়া সচিব ও বিভিন্ন জেলা সংস্থা সভাপতির কাছে পাঠানো সেই চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইদিন বিকেলে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার সেই স্থগিতাদেশ চলমান রেখেছেন।  
 
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ