ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মেডিয়েশন সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, নভেম্বর ৪, ২০১৭
মেডিয়েশন সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন সাধারণ সভায় অংশগ্রহণকারী আইনজীবীরা

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেন লিপুকে আহ্বায়ক ও মো. আনিছুর রহমান খানকে সদস্য সচিব করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির কমিটি গঠিত হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে শনিবার (০৩ নভেম্বর) মেডিয়েশন সোসাইটির সাধারণ সভায় এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

মোহাম্মদ হোসেন লিপুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।

স্থানীয়ভাবে সম্প্রতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে অনুপ্রাণিত করা  এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কাজ করছে। ১৫ জন আইনজীবীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে ১৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি।

দেশের বিভিন্ন আইনজীবী সমিতি থেকে আগত ৫১ জন সদস্য সাধারণ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।