ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বিচারক নিয়োগে সংবিধানের আলোকে নীতিমালার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, অক্টোবর ৩১, ২০১৭
বিচারক নিয়োগে সংবিধানের আলোকে নীতিমালার দাবি

ঢাকা: সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে সংবিধানের আলোকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি জয়নুল আবেদীন।


 
লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই। আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি বিচারক নিয়োগের নীতিমালা বা নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা সম্পর্কে কিছু বলেন নি’।
 
‘এ অবস্থায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৯৫ (২) অনুচ্ছেদ এবং চলতি বছরের ১৩ এপ্রিল হাইকোর্টের একটি রায়ের আলোকে নীতিমালা প্রণয়ন করে সুপ্রিম কোর্টে বিচার নিয়োগের দাবি জানাচ্ছি। ’

তিনি আরও বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।  
 
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।