ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট দিবস ১৮ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, অক্টোবর ২৫, ২০১৭
সুপ্রিম কোর্ট দিবস ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট

ঢাকা: প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর ১৮ ডিসেম্বর ছুটি থাকায় আগামী বছরের ০২ জানুয়ারি দিবসটির কর্মসূচি পালিত হবে।

বুধবার (২৫ অক্টোবর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোর্টের জাজেস লাউঞ্জের এ সভায় উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।


 
সভায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সুপ্রিম কোর্টের মুখপাত্র হিসেবে কাজ করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।  

সভা শেষে সন্ধ্যায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, ‘প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুসারে প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। যেহেতু এ বছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত আছে, সেহেতু, আগামী বছরের ০২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার দিন দিবসটির কর্মসূচি পালন করা হবে’।

সোমবার (২৩ অক্টোবর) হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফুলকোর্ট সভা আহ্বান করা হয়।

গত ০২ অক্টোবর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি তৃতীয় ফুলকোর্ট সভা। এর আগে গত ১৬ অক্টোবর ও ০৩ অক্টোবর ফুলকোর্ট সভা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ