ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে আরো চার ক্লিনিককে ৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, অক্টোবর ৪, ২০১৭
নাটোরে আরো চার ক্লিনিককে ৬ লাখ টাকা জরিমানা

নাটোর: অকেজো যন্ত্রপাতি ব্যবহার, অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে ভুয়া ব্যবস্থাপত্র দেয়া, অপারেশনসহ স্বাস্থ্য সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরে আরো চার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার এসব প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের ঢাকা হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

এর আগে পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাসরিনা ইয়াসমিন মুনকে (৩২) ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুক্তি ক্লিনিককে ২ লাখ টাকা, শেফা ক্লিনিককে ২ লাখ, চামেলী ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, নাটোর জেনারেল হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এসব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নানা অনিয়মের মধ্য দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

সেখানে ল্যাব, আলট্রাসনোগ্রাম ও অপারেশন থিয়েটারে (ওটি) অকেজো যন্ত্রপাতি ব্যবহার করে অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে ভুয়া ব্যবস্থাপত্র দেয়া, অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবার মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রতারণা ও ক্ষতি সাধন করে আসছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।