আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা এটাও চিন্তা করছি টিনশেড খালি হয়ে (ট্রাইব্যুনাল-২) গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত-৩ ও করতে পারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এমন মন্তব্য করেন।
এ সময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যে টিনশেড ভবন থেকে ট্রাইব্যুনাল-২ মূলভবনে স্থানান্তর করা হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল টিনশেড কাজ করছে। এখন মূল ভবনের কাজ সম্পন্ন হয়েছে। আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুধু আইন মন্ত্রণালয় নয়, সব সরকারি প্রতিষ্ঠান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, আমরা এমনকি এটাও চিন্তা করছি টিনশেড খালি হয়ে (ট্রাইব্যুনাল-২) গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত-৩ও করতে পারি। যদি তিন নম্বর ট্রাইব্যুনাল করতে পারি, তাহলে আমরা গুম বা অন্য ধরনের আন্তর্জাতিক অপরাধ আছে, সে সমস্ত অপরাধের বিচারকাজও দ্রুততম সময়ে করতে পারব।
ইএস/আরএইচ