ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বরগুনায় বাল্যবিয়ের দায়ে বর ও তার ভাইকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, মার্চ ৩, ২০১৭
বরগুনায় বাল্যবিয়ের দায়ে বর ও তার ভাইকে জেল-জরিমানা

বরগুনা: বরগুনায় বাল্যবিয়ের দায়ে বর রাসেল মোল্লা ও তার ভাই জসিম মোল্লাকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কনের মা চিনি বেগমকে পাচঁশ’ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল হাসান।

তিনি বাংলানিউজকে জানান, সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের শাহজাহানের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।