ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

জোবায়েদ হত্যা: তিন আসামি আদালতে, স্বীকারোক্তি রেকর্ডের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, অক্টোবর ২১, ২০২৫
জোবায়েদ হত্যা: তিন আসামি আদালতে, স্বীকারোক্তি রেকর্ডের আবেদন জোবায়েদ হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলায় তিন আসামিকে আদালতে আনা হয়েছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) তাদের বংশাল থানা সংলগ্ন ঢাকার চিফ সেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।  

এ মামলায় গ্রেপ্তার তিন আসামি হলেন- মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

এ তিনজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে।

কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।