ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির অনলাইন দ্বিভাষিক সংবাদ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মালেশিয়ান পুলিশ জানায়, বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরের দিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, এই জুয়ার আসর থেকে জুয়াড়িদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো। অভিযানে পাঁচ বাংলাদেশিকে আটক এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।