ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বদলির তালিকায় মারা যাওয়া পুলিশের নাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জানুয়ারি ১২, ২০১৯
বদলির তালিকায় মারা যাওয়া পুলিশের নাম প্রতীকী

গত মাসে মারা যাওয়া এক পুলিশ সদস্যের নাম বদলির তালিকায় অন্তর্ভুক্ত করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এমন ঘটনায় ক্ষমা চেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রদেশ পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) ওপি সিং।

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সত্য নারায়ণ সিং, যিনি গত মাসে মারা যাওয়ার আগে উত্তর প্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন, সম্প্রতি প্রদেশ পুলিশ থেকে করা বদলির তালিকায় তার নাম এসেছে।

এদিকে বিষয়টি নজরে আনার পর প্রদেশের ডিজিপি ওপি সিং বিষয়টি পরিতাপের উল্লেখ করে মৃত পুলিশ কর্মকর্তা সত্য নারায়ণ সিংয়ের বদলির ওই আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি এমন তথ্য জানান।  

শুক্রবার (১১ জানুয়ারি) প্রকাশিত বদলির এমন আদেশে অনেকের কপাল পুড়লেও খুলেছে আবার অনেকের।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।