ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ৩, ২০১৯
ঘন কুয়াশায় ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট বন্ধ কুয়াশায় ঢাকা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি: সংগৃহীত

ঢাকা: ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া এখানে ফ্লাইট অবতরণেও শিথিলতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ব্যস্ত এ বিমানবন্দরটিতে ফ্লাইট ছেড়ে যাওয়া স্থগিত রাখা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আবহাওয়া খারাপ থাকার কারণে সকাল সাড়ে ৭টা থেকে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন হচ্ছে না।

সেইসঙ্গে ইতোমধ্যেই অবতরণের জন্য তিনটি ফ্লাইট অন্য বিমানবন্দর বিমুখ করা হয়েছে।

দেশটির জেট এয়ারওয়েজ টুইটে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি থেকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের নির্ধারিত ফ্লাইটগুলো প্রভাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।