ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামিতে ২০ জনের মৃত্যু, আহত ১৬৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইন্দোনেশিয়ায় সুনামিতে ২০ জনের মৃত্যু, আহত ১৬৫ সুনামি আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়, সংগৃহীত ফাইল ফটো

ঢাকা: আবারও বড় ধরনের সুনামি আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। আর এতে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১৬৫ জন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির লামপাং প্রদেশে এ ভয়াবহ সুনামি আঘাত হানে।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি।

সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এ সুনামির একটি ভিডিওতে দেখা গেছে, বেশ উচ্চ গতিতে সৈকতগুলোতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে আশপাশের স্থাপনা।

এর আগে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।