ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে জেন-জিদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
নেপালে জেন-জিদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৩

নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ডজনের বেশি আহত হয়েছেন। খবর বিবিসির।

হাজার হাজার জেন-জি তরুণ ফেসবুক, এক্স ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমাণ্ডুর সংসদ ভবনের আশপাশে জড়ো হন। তারা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে ঢুকে পড়েন।

নেপালের যোগাযোগমন্ত্রী পৃথ্বি সুব্বা বিবিসিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহার করেছে।

সরকার বলেছে, মিথ্যা খবর, ঘৃণাসূচক বক্তব্য ও অনলাইন প্রতারণা ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে নেপালে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। তারা এগুলো বিনোদন, খবর ও ব্যবসার জন্য ব্যবহার করেন।

বিক্ষোভকারীরা পোস্টার হাতে রাস্তায় নেমেছেন। পোস্টারে লেখা, ‘যথেষ্ট হয়েছে’ এবং ‘দুর্নীতির অবসান চাই’। তাদের অনেকে সরকারের ‘স্বৈরাচারী মনোভাবে’র বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

বিক্ষোভ সমাবেশ সংসদের কাছে চলে গেলে কিছু বিক্ষোভকারী প্রাচীর পেরিয়ে ঢোকার চেষ্টা করেন। অনেকে ঢুকেও পড়েন। পুলিশের মুখপাত্র শেখর খনাল এএফপিকে বলেন, “বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢোকার পর টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করা হয়েছে।

কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের একজন মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করার পর সংসদ ভবনের আশেপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

গত সপ্তাহে নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দেয়। কারণ তারা নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধনের সময়সীমা পূরণ করেনি।

শুক্রবার থেকে ব্যবহারকারীরা এসব প্ল্যাটফর্ম ব্যবহারে অসুবিধা অনুভব করছেন। তবে কেউ কেউ ভিপিএন ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত দুটি প্ল্যাটফর্ম মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধন করার পর পুনরায় চালু হয়েছে।

নেপালের সরকার দাবি করছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে না, বরং নেপালি আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।