ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

গাজা সীমান্তে ২ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
গাজা সীমান্তে ২ ফিলিস্তিনিকে হত্যা গাজা সীমান্তে চলছে বিক্ষোভ

গাজা সীমান্তে বিক্ষোভের সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সহিংসতা চলছে দেশটিতে।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ট্রাম্পের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।

গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী গ্রুপ হামাস ‘ডে অব র‌্যাগ’ এর আহ্বান জানায়। সমাবেশে অন্য ফিলিস্তিনি দলগুলোও যোগ দেয়।

মন্ত্রণালয় বলছে, নিহতদের একজন জাকারিয়া আল কাফার্নেহ (২৪)। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার প্রায় দুই হাজার ফিলিস্তিনি টায়ার জ্বালিয়েছিল এবং ইসরায়েলি সেনাদের পাথর ছুড়ে মারছিলো।

বিবৃতিতে আরও জানানো হয়, সেনাবাহিনী দাঙ্গা দমনের চেষ্টা করলে আইডিএফ সেনারা উসকানিদাতাদের বেছে বেছে গুলি করে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএসএ/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।