ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গি হামলায় নারীসহ নিহত চার ভারতীয় সৈন্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কাশ্মীরে জঙ্গি হামলায় নারীসহ নিহত চার ভারতীয় সৈন্য

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরের ওপর অতর্কিত হামলায় তিন ভারতীয় সেনাসহ এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজ্যটির উত্তরের অশান্ত অঞ্চল সোপিয়ানে এ ঘটনা ঘটে। সাম্প্রতিককালে সেনার ওপর অন্যতম বড় এই হামলায় আহত হয়েছেন আরও চার সেনাকর্মী।

যাদের মধ্যে রয়েছেন একজন মেজর পদাধিকারীর সেনা জওয়ানও।

হামলার পরে দুই পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে ওই নারীর প্রাণ যায়।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, তিন সেনা সদস্য যারা পরে মারা গেছেন, তাদের গুলিবিদ্ধ অবস্থায় নেওয়া হয় স্থানীয় শ্রীনগরের একটি হাসপাতালে। সেখানে তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭/আপডেট ১৫৪৩ ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।