ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন কমান্ডোদের বিমান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, জানুয়ারি ৩০, ২০১৭
ইয়েমেনে মার্কিন কমান্ডোদের বিমান হামলায় নিহত ৩০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের বিমান হামলায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোরের দিকে ওই হামলা চালিয়েছে বলে ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানান। এ হামলায় নিহতদের মধ্যে ১০জন নারী ও তিনজন শিশু এবং একজন বেসামরিক নাগরিকও আছেন বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।