ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৭, জানুয়ারি ৩, ২০১৭
থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ২৫ সংঘর্ষের ঘটনার এক প্রত্যক্ষদর্শী

ঢাকা: থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। 

রাজধানী ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় স্থানীয় সময় সোমবার (০২ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটে।  

বান বুয়েং প্রাদেশিক পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ল্যাফটেন্যান্ট কর্নেল ভিরোজ জানান, ভ্যানচালক নিয়ন্ত্রণ হারানোর পর আগুন ধরে গিয়ে এতো সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।

ডেপুটি চিফ জানিয়েছেন, ভ্যানের যাত্রীদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন। আর পিকআপের দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যান ও পিকআপের দু’জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।