ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হ্যাক হয়েছে ইয়াহু’র ১০০ কোটি অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৪, ডিসেম্বর ১৫, ২০১৬
হ্যাক হয়েছে ইয়াহু’র ১০০ কোটি অ্যাকাউন্ট

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু ব্যবহারকারীদের ১০০ কোটির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এতে ইয়াহু ব্যবহারকারীদের চুরি হয়েছে গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য।

ঢাকা: ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু ব্যবহারকারীদের ১০০ কোটির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এতে ইয়াহু ব্যবহারকারীদের চুরি হয়েছে গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য।

ইয়াহু এ তথ্য জানিয়েছে বলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ইয়াহু জানায়, ২০১৩ সালে ওই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে। যার সংখ্যা ১০০ কোটির বেশি। হ্যাকাররা হ্যাক করে ইয়াহু ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল ঠিকানা চুরি করেছে। তবে তারা ব্যাংক অ্যাকাউন্ট এবং পেমেন্টবিষয়ক তথ্য চুরি করতে পারেনি।

আমেরিকান তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রভাবশালী কোম্পানি ভেরিজন’র মাধ্যমে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় ইয়াহু।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ