ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ভারতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। 

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।  

নিহত সেনা সদস্যদের মধ্যে দুইজন উচ্চপর্যায়ের কর্মকর্তাও রয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে জম্মু-কাশ্মির সীমান্তের নাগরোতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গ্রেনেড ও আত্মঘাতী হামলা চালায়।

এদিকে এ ঘটনায় ঘটনাস্থল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ওএইচ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ